বাগেরহাটে বিদ্যুৎস্পর্শে ভবন থেকে পড়ে শিশু শ্রমিকের মৃত্যু

  স্টাফ রিপোটার,বাগেরহাট

প্রকাশ: ২৮ জুলাই ২০২২, ২০:০৪ |  আপডেট  : ১৯ জানুয়ারি ২০২৫, ২৩:২৯

বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরে বিদ্যুৎস্পর্শে তিনতলা ভবন থেকে নীচে পড়ে রাকিব বয়াতী (১৬) নামের একজন শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের পাঁচরাস্তা মোড় এলাকার একটি ভবনে রঙের কাজ করছিলো সে। এ সময় বিদ্যুতের মেইন লাইনের সংঙ্গে স্পর্শ লেগে ভবনের তিনতলা থেকে ছিটকে নিচে পড়ে যায়। সঙ্গে সঙ্গে শরণখোলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাকিব উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মঠেরপাড় গ্রামের কামাল বয়াতীর ছেলে। সে স্থানীয় আকন্দপাড়া দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র ছিলো। দরিদ্র পরিবারে ছেলে রাকিব লেখাপড়ার ফাঁকে ফাঁকে রংমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতো বলে জানায় তার পরিবার।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা: রবিউল ইসলাম দুপুরে জানান, হাসপাতালে আনার আগেই রাকিবের মৃত্যু হয়েছে।

শরণখোলা থানার ওসি ইকরাম হোসেন জানান, হাসপাতাল থেকে কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত