বাগেরহাটে ডাব ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত জখম

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ৬ আগস্ট ২০২১, ১৯:৫১ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ১৫:০৬

বাগেরহাটের কচুয়ায় আকবর শেখ নামের এক ডাব ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসীরা। শুক্রবার সকালে উপজেলার সাইনবোর্ড-বকুলতলা সড়কের মেগনিতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতের স্বজনরা জানান, ডাব ব্যাবসার কাজ শেষে বাধাল বাজার থেকে ফতেপুর বাজারের নিজ আড়তে ফেরার সময় পুর্বপরিকল্পিত ভাবে এলাকার চিহ্নিত ১০/১২ জনের একটি সন্ত্রাসী গ্রæপ পথরোধ করে হামলা চালায়। এসময়ে আকবর শেখের মাথায়,চোঁখের নিচে,হাত,পা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী কুপিয়ে জখম করে। স্থানীয়দের ডাক চিৎকারে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় আহত আকবরকে উদ্ধার করে প্রথমে বাধাল বাজারের একটি ক্লিনিকে নেয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তিনি বর্তমানে শঙ্কামুক্ত নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন। আহত আকবর শেখ উপজেলার চন্দ্রপাড়া গ্রামের মৃত জালাল শেখের ছেলে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষীদের ধরতে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত