নিউইয়র্কের সর্বোচ্চ আদালতে ট্রাম্পের সাজা স্থগিতের আবেদন খারিজ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১০:৪৫ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ১৪:০৬

নিউইয়র্কের সর্বোচ্চ আদালত গত বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্পের সাজা স্থগিতের আবেদনের জন্য একটি রায় দিয়েছে। যা পর্নো তারকাকে মুখবন্ধ রাখার জন্য ঘুষ দেওয়ার মামলায় তার দোষী সাব্যস্ত হওয়ার কারণে দায়ের হয়েছিল। এখন এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের হাতে।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় (স্থানীয় সময়) ম্যানহাটনের আদালতে নির্ধারিত সাজা ঘোষণাকে স্থগিত করতে ট্রাম্পের আইনজীবীরা জাতীয় সর্বোচ্চ আদালতে আবেদন করেছিলেন।

ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের অফিস থেকে একটি আদালত ফাইলিংয়ে বলা হয়েছে, ‘অভিযুক্ত এখন চায় এই আদালত ব্যতিক্রমী পদক্ষেপ নিয়ে একটি বিচারাধীন মামলায় হস্তক্ষেপ করুক এবং নির্ধারিত সাজা ঘোষণাকে স্থগিত করুক। এর কোনো ভিত্তি নেই।’

ট্রাম্প দাবি করেছেন, তিনি প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্ব পালনের কারণে অপরাধমূলক মামলা থেকে ইমিউনিটি পাওয়ার অধিকারী।


ট্রাম্প ২০২৩ সালের মে মাসে ৩৪টি অভিযোগে দোষী সাব্যস্ত হন, যেখানে তিনি ২০১৬ সালের মার্কিন নির্বাচনের আগে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ১ লাখ ৩০ হাজার ডলার প্রদান করার তথ্য গোপন করার অভিযোগে অভিযুক্ত হন।

মামলার বিচারক জুয়ান মেরচান আগেই বলেছেন, তিনি ট্রাম্পকে কারাদণ্ড দেওয়ার কোনো ইচ্ছা রাখেন না এবং সম্ভবত তাকে শর্তহীন মুক্তি দেবেন। এর ফলে ট্রাম্প দোষী সাব্যস্ত হলেও কোনো কারাদণ্ড, জরিমানা বা পর্যবেক্ষণ আরোপ করা হবে না।

তবে ট্রাম্পের আইনজীবীরা বলেছেন, ট্রাম্পের প্রেসিডেন্ট-ইলেক্ট হওয়ার কারণে তার বিচার বা সাজা স্থগিত করা উচিত।

নিউইয়র্কের প্রসিকিউটররা সুপ্রিম কোর্টে তাদের ফাইলিংয়ে বলেন, ‘এই অসাধারণ ইমিউনিটির দাবি কোনো আদালত দ্বারা সমর্থিত নয়।’

সুপ্রিম কোর্টের জুলাই মাসের রায়ে বলা হয়েছিল, সাবেক প্রেসিডেন্টদের নির্দিষ্ট সাংবিধানিক কার্যক্রমে ইমিউনিটি রয়েছে। তবে তাদের ব্যক্তিগত কার্যকলাপ এই সুরক্ষার আওতায় পড়ে না।

মেরচান গত ডিসেম্বরে ট্রাম্পের ইমিউনিটি যুক্তি খারিজ করে বলেছিলেন যে মামলাটি ট্রাম্পের ব্যক্তিগত কার্যকলাপ নিয়ে, তার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত