মার্কিন রাজনীতিবিদদের একত্রিত করল জিমি কার্টারের অন্ত্যেষ্টিক্রিয়া
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১০:৫২ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১৪:০৫
ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথেড্রালে সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের অন্ত্যেষ্টিক্রিয়া বৃহস্পতিবার (৯ জানুয়ারি) অনুষ্ঠিত হয়। এতে পাঁচজন জীবিত প্রেসিডেন্ট এবং বর্তমান ও সাবেক কর্মকর্তা একত্রিত হন।
কার্টার গত ২৯ ডিসেম্বর ১০০ বছর বয়সে মারা যান। এই সপ্তাহে জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য ক্যাপিটলে শায়িত থাকার পর বৃহস্পতিবার তার সম্মানে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজন করা হয়। তার অনুরোধে প্রেসিডেন্ট জো বাইডেন শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।
সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ. বুশ, বারাক ওবামা এবং প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প উপস্থিত ছিলেন। তাদের পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর ও মাইক পেন্সও অনুষ্ঠানে অংশ নেন।
এটি ছিল একটি বিরল সুযোগ, যেখানে বর্তমান ও সাবেক রাষ্ট্রপতি এবং তাদের সঙ্গীরা একই স্থানে উপস্থিত ছিলেন। এর ফলে বিভিন্ন উল্লেখযোগ্য মুহূর্ত তৈরি হয়, যদিও কিছু উচ্চপদস্থ কর্মকর্তা অনুপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই ডোনাল্ড ট্রাম্প ও বারাক ওবামা, যারা দীর্ঘদিন ধরে তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। ক্যামেরায় দেখা যায়, তারা কয়েক মিনিট ধরে কথোপকথন করছেন, যেখানে ওবামা হাসছিলেন।
প্রেসিডেন্ট বাইডেন তার বক্তব্যে কার্টারের নাগরিক অধিকার, পরিবেশ সংরক্ষণ এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার প্রশংসা করেন।তিনি বলেন, “জিমি কার্টার শিখিয়েছেন যে চরিত্রের শক্তি শিরোনামের চেয়েও বড়। প্রতিটি মানুষ সম্মানের অধিকারী, এবং ঘৃণাকে কখনো আশ্রয় দেওয়া উচিত নয়।”
ট্রাম্প ও তার সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স প্রথমবারের মতো একই ঘরে উপস্থিত হন। ট্রাম্প ও পেন্স সংক্ষিপ্তভাবে হাত মেলান এবং কয়েকটি কথা বিনিময় করেন।
অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট হ্যারিস বাইডেনের সঙ্গে কোনো আন্তরিক সম্পর্ক প্রদর্শন করেননি। হ্যারিস ও তার স্বামী আলাদা সারিতে বসেন এবং বাইডেন ও তার স্ত্রীকে এড়িয়ে চলেন।
সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ. বুশ ও বারাক ওবামার মধ্যে আন্তরিক সম্পর্কের একটি মুহূর্ত দেখা যায়, যেখানে বুশ ওবামার পেটে হালকা স্পর্শ করেন।
সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। মিশেল ওবামা বর্তমানে হাওয়াইতে ছুটিতে আছেন বলে জানা গেছে।
প্রধান বিচারপতি জন রবার্টসসহ বেশ কয়েকজন ন্যায়পাল উপস্থিত ছিলেন, তবে বিচারপতি ক্ল্যারেন্স থমাস ও নীল গরসাচ ছিলেন অনুপস্থিত।
এই অন্ত্যেষ্টিক্রিয়া বর্তমান ও সাবেক রাজনৈতিক ব্যক্তিত্বদের একত্রিত করার মাধ্যমে স্মরণীয় হয়ে থাকবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত