আগামীর বাংলাদেশ হবে স্বাস্থ্য,শিক্ষা ও আইন ব্যবস্থার উন্নয়নে তারুন্যের বাংলাদেশ

  এসআর শফিক স্বপন,মাদারীপুর

প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৫, ১৮:০০ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ০০:৫৭

আগামীর বাংলাদেশ হবে স্বাস্থ্য,শিক্ষা ও আইন ব্যবস্থার উন্নয়নে তারুন্যের অংশ গ্রহণ মুলক বাংলাদেশ। যে বাংলাদেশ হবে প্লাষ্টিকময় জীবন থেকে বেরিয়ে আসার বাংলাদেশ। বিদেশে কর্মস্ংস্থান নয়,দেশে বসে বিদেশের মতো কাজ করে উন্নত বাংলাদেশ গড়া। সত্যিকারে দুর্নীতি মুক্ত বেকার মুক্ত বাংলাদেশ।

বৃহস্পতিবার মাদারীপুর পৌরসভা সম্মেলন কক্ষে তারুন্যের উৎসব উপলক্ষে মাদারীপুর পৌরসভার আয়োজনে   অনুষ্ঠিত ‘‘ তারুন্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক স্থানীয় কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে  দিনব্যাপী কর্মশালায় উপস্থিত তরুণ বক্তারা এসব কথা বলেন। 

মাদারীপুর পৌরসভার প্রশাসক ও উপ-সচিব মুহাম্মদ হাবিবুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদারীপুরের জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার । এ সময় অন্যদের  মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদারীপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খোন্দকার আবু আহমেদ ফিরোজ ইলিয়াস, রিসোর্স পার্সন ও মডারেটর এডভোকেট ইব্রাহিম মিয়া, মাদারীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শেখ আবুল কালাম প্রমুখ। পরে কর্মশালায় অংশগ্রহন কারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। কর্মশালায় ৪টি গ্রুপে ২৮ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত