জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দিতে আরও কিছুটা সময় লাগতে পারে: উপদেষ্টা মাহফুজ
প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৫, ১৮:৪৮ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০৪:৩৪
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সকল অংশিজনের সঙ্গে কথা বলে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দিতে আরও কিছুটা সময় লাগতে পারে। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা মাহফুজ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অন্যান্য সংগঠন কথা বলছে। সরকার মনে করে, তারা ঘোষণা করলে ইউনিটি নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাই সরকার সবার সঙ্গে কথা বলে আগামী সপ্তাহে জানাবে, কবে এবং কিভাবে ঘোষণাপত্র দেওয়া হবে।
এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মাহফুজ বলেন, শিক্ষার্থীদের দাবি ১৫ জানুয়ারি থাকলেও যেহেতু সবার সঙ্গে কথা হবে, সেক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে। ইনফর্মালি অনেকের সঙ্গেই কথা হয়েছে। ফর্মালি আগামী সপ্তাহ থেকে বসা শুরু করব। ঘোষণাপত্রে গত ১৬ বছরের সব বিষয় তুলে ধরা হবে। ৭২–এর সংবিধান বাতিলের বিষয়ে শিক্ষার্থীদের দাবি আছে, কিন্তু অনেক রাজনৈতিক দলের ভিন্ন মত আছে।
গত ২৯ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে ৩১ ডিসেম্বর ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশের কথা জানিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে গত সোমবার এক জরুরি সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানান, সরকারই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করবে।
প্রেস সচিবের বক্তব্যের পর ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ কর্মসূচি স্থগিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর স্থলে একই সময় একই স্থানে ঘোষণা করা হয় মার্চ ফর ইউনিটি কর্মসূচি। ওই কর্মসূচি থেকে ঘোষণাপত্র দিতে সরকারকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেয় ছাত্র নেতারা। এরপর দিন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের জানান, শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়া অসম্ভব নয়।
সংবাদ সম্মেলনে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে ঠিক হবে সংবিধান বাতিল নাকি সংস্কার করা হবে। সরকার বানিয়ে কোনো ঘোষণাপত্র দেবে না, সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে ঘোষণাপত্র তৈরি হবে।
চলতি মাসের মধ্যেই অন্তর্বর্তী সরকারের গঠন করা সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন হাতে আসবে জানিয়ে মাহফুজ আলম বলেন, প্রতিবেদন পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে। কতটুকু সংস্কার হবে তার ভিত্তিতে নির্বাচনের তারিখ ঠিক হবে। সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী পুলিশ বাহিনী সংস্কার করবো।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত