তপুর গোলে আফগানিস্তানের সঙ্গে ড্র করল বাংলাদেশ
প্রকাশ: ৪ জুন ২০২১, ০৯:৪৬ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৩:৪০
বাংলাদেশের রামোস! দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে গোল করে আবারও তাঁকে এই নামে ডাকার সুযোগ করে দিয়েছেন বাংলাদেশ দলের সেন্টারব্যাক তপু বর্মণ।
স্পেন ও রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার সের্হিও রামোসের মতো গোলপোস্ট আগলেও ওপরে উঠে গোল করার অভ্যাস তপুর আগেও ছিল। ভক্তদের চোখে সে কারণেই তপু ‘বাংলার রামোস’।
৩২টি আন্তর্জাতিক ম্যাচ খেলে তিনটি গোল করেছেন এই ডিফেন্ডার। এমন আহামরি কিছু নয়। কিন্তু বাংলাদেশের ডিফেন্ডার হিসেবে কারও তিন গোল করাটাকে ভালো বলতেই হবে। আজকের গোলটিকে তো বাংলাদেশের ফুটবলকে মনে রাখতে হবে অনেক দিন।
এক গোল খেয়ে হারের দিকেই এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ দল। ৮৪ মিনিটে বাংলাদেশের ত্রাণকর্তা হিসেবে আবির্ভাব হলো তপুর। চকিতে ঘুরে দুর্দান্ত এক গোল! একজন সেন্টারব্যাকের পা থেকে এমন গোল দেখলে বিস্মিত হতেই হয়।
তপু এমন সময়ে গোল করে দলকে উদ্ধার করলেন, যখন ম্যাচের আয়ু বাকি মাত্র কয়েক মিনিট। গোলের মাহাত্ম্য তাতে আরও বেড়েছে।
ফ্রিকিক পেয়েছিল বাংলাদেশ দল। গোল করার জন্য ওপরে উঠে এসেছিলেন দুই সেন্টারব্যাক তপু ও রিয়াদুল হাসান। প্রথম দফায় আফগান গোলরক্ষক সেভ করলে বল গিয়ে পড়ে বদলি মিডফিল্ডার মানিক হোসেনের পায়ে।
মাঝমাঠ থেকে মানিক বক্সের মধ্যে লম্বা বল ফেললে দুই সেন্টারব্যাক দেখালেন তাঁদের রসায়ন। রিয়াদুল হেড করে বক্সের মধ্যে নামিয়ে দিলে চকিতে ঘুরে ডান পায়ের দুর্দান্ত শটে তপুর গোল।
গোলের পর মুখে চুমু এঁকে মাঠে দৌড়াচ্ছিলেন তপু। দুহাত ছড়িয়ে পুরো বাংলাদেশটাকেই যেন বুকে আলিঙ্গন করতে চাইলেন তিনি!
তাঁর পেছনে দৌড়াল পুরো বাংলাদেশ দলটাই। এই গোল শুধু পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার উপলক্ষই নয়, বাংলাদেশ আন্তর্জাতিক ম্যাচে গোল করতে পারে না, সেই সমালোচনার জবাবও।
রক্ষণভাগ সামলানোতেও জুড়ি নেই তপুর। আফগানিস্তানের লম্বা ফুটবলারদের ওপর থেকে অনেকবারই হেড করে বল ক্লিয়ার করতে হয়েছে তাঁকে। নিখুঁত সব ট্যাকল, সঙ্গে দুর্দান্ত কভারিং।
দুই প্রান্ত থেকে ভয় ধরানো সব ক্রস যখন ভেসে এসেছে বক্সে, তখনো চোখে পড়েছে তাঁর দূরদর্শিতা। ডিফেন্ডারদের খেলার মধ্যেও যে একটা সৌন্দর্য থাকে, তা তপুর প্রতিটি ট্যাকল আর ইন্টারসেপশনেই ফুটে উঠেছে।
২০১৪ সালে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অভিষিক্ত এই ডিফেন্ডারের সর্বশেষ গোলটি ছিল পাকিস্তানের বিপক্ষে।
২০১৮ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ ফুটবলে পাকিস্তানের বিপক্ষে জয় এনে দিয়েছিলেন তিনি। তপুর তৃতীয় গোলের অন্যটি সাফ ফুটবলেই, ভুটানের বিপক্ষে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত