টঙ্গীবাড়ীতে ভোরের ডাক এর সাবেক প্রতিনিধি সিনিয়র সাংবাদিক নবারুণ দাশগুপ্তের পরলোক গমন

প্রকাশ: ৬ মার্চ ২০২৫, ১৪:৩০ | আপডেট : ৬ মার্চ ২০২৫, ১৫:৫৪

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সিনিয়র সাংবাদিক শ্রী নবারুণ দাশগুপ্ত(৬৫) পরলোক গমন করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে টঙ্গীবাড়ী প্রেসক্লাব সহ মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন ।
বুধবার(৫ মার্চ) রাত আনুমানিক ৮:২৫ মিনিটে রাজধানীর ফারাবী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইসিউতে এ সিনিয়র প্রবীন সাংবাদিক পরলোকগমন করেন। তার ছোট ছেলে দীপ্ত দাশগুপ্ত তার ফেসবুক একাউন্টে পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
জানাযায়, মৃ্ত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে যান। সাংবাদিকতা পেশায় তিনি প্রায় দীর্ঘ ১৫ বছর জাতীয় দৈনিক ভোরের ডাক এ কর্মরত ছিলেন। এছাড়াও দৈনিক আলোকিত বাংলাদেশ, দৈনিক দিন প্রতিদিন সহ দেশের সুনামধ্য বিভিন্ন পত্র-পত্রিকায়ও কর্মরত ছিলেন এবং সর্বশেষ তিনি দৈনিক বাংলা৭১ নামে একটি পত্রিকায় কর্মরত ছিলেন।
তার মৃত্যুতে শোকের ছাঁয়া নেমে আসে টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে। তার মৃত্যুতে শোক জানিয়েছন, মুন্সিগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান, মুন্সিগঞ্জ রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক আনিছুর রহমান রলিন, মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক লিটন মাহমুদ,টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড, জাহাঙ্গীর আলম, সাবেক সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, আহবায়ক কমিটির আহবায়ক মোঃ সুমন চোকদার, যুগ্ম আহবায়ক মোঃ নাজমুল ইসলাম পিন্টু, সদস্য সচিব সামসুদ্দিন তুহিন প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত