গণপিটুনিতে বছরে ১৭৯ নিহত

প্রকাশ: ৫ মার্চ ২০২৫, ১৪:০৪ | আপডেট : ৬ মার্চ ২০২৫, ০১:০১

দিনদিন গণপিটুনিতে মানুষ হত্যা বেড়েই চলেছে। চলতি বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দুই মাসে ৩০টি ঘটনায় গণপিটুনিতে নিহত হয়েছে ১৯ জন,আহত হয় ২০ জন।
বেসরকারি মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দেশে গত এক বছরে (২০২৪) গণপিটুনির অন্তত ২০১টি ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ১৭৯ জন।
সর্বশেষ গত সোমবার রাতে চট্টগ্রামের সাতকানিয়ায় মোহাম্মদ নিজাম উদ্দিন ও মোহাম্মদ সালেক গণপিটুনিতে নিহত হন। স্থানীয় মসজিদে এলাকায় ডাকাত এসেছে ঘোষণা দিয়ে এই দুজনকে হত্যা করা হয়।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত