মিরপুরে মুশফিককে 'গার্ড অব অনার' দিলেন তামিমরা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৬ মার্চ ২০২৫, ১৪:১৬ |  আপডেট  : ৬ মার্চ ২০২৫, ১৫:৫৪

হুট করেই নিয়েছেন সিদ্ধান্ত। ফেসবুকে এক পোস্টে মুশফিকুর রহিম বুধবার রাতে জানিয়েছেন, ওয়ানডে ক্রিকেট আর খেলবেন না। কিংবদন্তির বিদায়ে এরপর থেকেই স্তুতি। কেউ করেছেন স্মৃতিচারণ, কেউ প্রশংসা, কারও কণ্ঠে ঝড়েছে আক্ষেপও। এসবের মাঝেই ‘গার্ড অব অনার’ সম্মান দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

গতরাতে ওয়ানডেকে বিদায় বলা মুশফিক আজ নেমেছেন ডিপিএল খেলতে। ঢাকা প্রিমিয়ার লিগে মিরপুর শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডান খেলছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে। চেনা মাঠে সেই ম্যাচেই সম্মান পেয়েছেন মুশফিক।

ডিপিএলে মোহামেডানের হয়ে খেলছেন মুশফিক। তার দলের নেতৃত্বে আছেন তামিম ইকবাল। এই দলে খেলছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজররা। তামিমের নেতৃত্বাধীন মোহামেডান টসের পরই দেন গার্ড অব অনার। মুশফিক কিপিং গ্লাভস পরে মাঠে প্রবেশ করেন। সবাই এসময় করতালি দিয়ে স্বাগত জানান টাইগার ক্রিকেটের অন্যতম পাণ্ডবকে।

গতকাল রাতে মুশফিক এক ফেসবুক পোস্টে জানান, দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন। মুশফিক বলেন, ‘আমি আজ থেকে ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিচ্ছি। আলহামদুলিল্লাহ, এই দীর্ঘ পথচলার জন্য। হয়তো বিশ্ব ক্রিকেটের মঞ্চে আমাদের অর্জন সীমিত ছিল, তবে আমি সবসময় শতভাগের বেশি চেষ্টা করেছি, নিষ্ঠা ও সততার সঙ্গে মাঠে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত