শ্রীনগরে পরকীয়া প্রেমিকের কান কামড়ে ছিড়ে নিল প্রেমিকার শ্বশুর

  নজরুল ইসলাম , শ্রীনগর, মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

প্রকাশ: ৬ মার্চ ২০২৫, ১০:৫৪ |  আপডেট  : ৬ মার্চ ২০২৫, ১৬:৫৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে সাবেক চেয়ারম্যানের নেতৃত্বে পরকীয়া প্রেমিকের মাথার চুল কেটে দিয়ে ও কান কামড়ে ছিড়ে নিয়েছে প্রেমিকার শ্বশুর। 

বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার বাড়ৈখালী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত প্রেমিক মাদ্রাসাশিক্ষক শরিফুল ইসলামকে (৩০) উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা ইএনটি  হাসপাতালে পাঠিয়েছেন।

শরিফুল ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কাশিনাথপুর এলাকার হাজি আ. ছাত্তারের ছেলে। তিনি ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলার গোলাম মহিউদ্দিন নামক একটি মাদ্রাসার শিক্ষক।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, মাদ্রাসা শিক্ষক শরিফুল ইসলামের মাদ্রাসার ছাত্রী তফা(৬) কে তাদের বাড়িতে গিয়ে প্রাইভেট পড়ানোর সুবাদে ছাত্রী তফার মায়ের সাথে পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে।

বুধবার সকালে তফার নানী তাসলিমা বেগম তফা ও তার মাকে শ্রীনগর উপজেলার বাড়ৈখালী গ্রামের নানার বাড়ীতে নিয়ে আসেন। সংবাদ পেয়ে দুপুর ২টার দিকে পরকিয়া প্রেমিক শরিফুল বাড়ৈখালীতে তার প্রেমিকার বাড়িতে আসলে স্থানীয়রা প্রেমিককে আটক করে। পরে তাসলিমা বেগম মোবাইল ফোনে তার মেয়ের শ্বশুর ফরিদ মিয়াকে সংবাদ দেন।

সংবাদ পেয়ে প্রেমিকার শ্বশুর বিকেল ৫টার দিকে বাড়ৈখালীতে আসেন এবং স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম তালুকদারের উপস্থিতিতে প্রেমিক শরিফুলের মাথার চুল কেটে দিয়ে কামড়ে তার ডান কান ছিড়ে ফেলেন। পরে স্থানীয়রা আহত প্রেমিক শরিফুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নিয়ে ভর্তি করেন। 

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ শাকিল আহম্মেদ বলেন, ভিকটিম ঢাকায় চিকিৎসাধীন আছেন। ভিকটিমের এখানে কেউ নেই। চিকিৎসা শেষে ভিকটিমের অভিযোগ পেয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সা/ই

 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত