অবশেষে বিদেশের মাটিতে মুমিনুলের প্রথম সেঞ্চুরি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ১২:৫৯ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ০০:২৯

টেস্টে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তিনি। হাফসেঞ্চুরিকে সেঞ্চুরিতে রূপ দিতে তার চেয়ে ভালো কে জানেন! তারপরও সমালোচনার একটা তীরে মুমিনুল হক বিদ্ধ হতেন নিয়মিত। দেশের মাটিতে সেঞ্চুরি ‘ডালভাত’ বানিয়ে ফেললেও বিদেশের মাটিতে গিয়ে একেবারেই পাওয়া যায় না সেই মুমিনুলকে। অবশেষে দেশের বাইরে এলো তার প্রথম সেঞ্চুরি। শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডি টেস্টে আক্ষেপ ঘোচালেন বাংলাদেশ অধিনায়ক।

টেস্ট ক্যারিয়ারে নামের পাশে ১০ সেঞ্চুরি। যার একটিও নয় বিদেশের মাটিতে। দেশের মাটিতে প্রতিপক্ষের ওপর ছড়ি ঘোরালেও বাইরে গিয়ে খেই হারিয়ে ফেলতেন মুমিনুল। দেশের মাটিতে সেঞ্চুরি আছে, কিন্তু বিদেশের মাটিতে নেই, এমন ব্যাটসম্যানদের তালিকায় সেঞ্চুরি সংখ্যায় এতদিন সবার ওপরে ছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তবে আজ থেকে ওই তালিকা থেকে কাটা গেলো মুমিনুলের নাম।

টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি এটি। এর আগেও দশবার উদযাপন করেছেন, তবে এবারের উপলক্ষটা নিঃসন্দেহে আলাদা মুমিনুলের জন্য। বিদেশের মাটিতে তো কখনও এভাবে ব্যাট উঁচিয়ে ধরা হয়নি তার। আগের দিনের ৬৪ রান নিয়ে দিন শুরু করে লাঞ্চের আগেই শতক তুলে নিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। ঠাণ্ডার মাথার ব্যাটিংয়ে ২২৪ বলে পূরণ করেন শতক।

মুমিনুলের সেঞ্চুরির পরপরই দেড়শ পূরণ করেছেন নাজমুল হোসেন শান্ত। আগের দিনই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে আরেকটি মাইলফলকে নিয়ে গেছেন বাঁহাতি ব্যাটসম্যান। একই সঙ্গে জুটির ডাবল সেঞ্চুরিও হয়ে গেছে তাদের। ফলে দ্বিতীয় দিনে কোনও উইকেট না হরিয়ে স্কোরবোর্ড বাড়িয়ে নিচ্ছেন তারা।

ক্যান্ডি টেস্টের প্রথম ইনিংসে ১১৬ ওভারে বাংলাদেশের ক্কোর ২ উইকেটে ৩৭৭।

প্রথম দিন শেষে শান্ত জানিয়েছিলেন, নতুন দিন নতুন করে শুরু করতে চান তারা। লক্ষ্যের কথা জানাতে গিয়ে বলেছিলেন, ইনিংস যত লম্বা করা যায়। ক্যান্ডি টেস্টের দ্বিতীয় দিনে সেই কথার প্রতিধ্বনি শান্ত ও মুমিনুল হকের ব্যাটিংয়ে। ঠাণ্ডা মাথায় পরিস্থিতি ও বল বিবেচনা করে ব্যাট করে যাচ্ছেন দুই ব্যাটসম্যান।

স্বভাবতই উইকেট অক্ষত রেখে স্কোর বাড়িয়ে নিচ্ছেন শান্ত ও মুমিনুল। প্রথম দিনের ২ উইকেটে ৩০২ রান নিয়ে নতুন দিন শুরু করে মুমিনুল পেয়েছেন সেঞ্চুরি, আর শান্ত পেয়েছেন ১৫০ ছাড়ানো ইনিংস।

ক্যান্ডি টেস্ট দিয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন শান্ত। ব্যর্থতার বৃত্ত ভেঙে নিজেকে ফিরে পাওয়াটা সহসাই হারাতে চান না তিনি। তাই তার লক্ষ্য, যত বেশি সময় ব্যাট করে ইনিংস লম্বা করা যায়। তবে প্রথম দিন শেষে জানিয়ে গিয়েছিলেন, দ্বিতীয় দিনে তাদের জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। কারণ দিনের শেষভাবে এসে লঙ্কান বোলাররা তাদের বেশ ভুগিয়েছে। তবে কোনও বিপদ ছাড়াই এগিয়ে যাচ্ছেন তারা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত