অগ্রগণ্য ও জনপ্রিয় লেখক সমরেশ মজুমদার প্রয়াত হয়েছেন
প্রকাশ: ৯ মে ২০২৩, ১১:০৭ | আপডেট : ৬ জানুয়ারি ২০২৫, ০১:১৯
বাংলা ভাষার অগ্রগণ্য ও জনপ্রিয় লেখক সমরেশ মজুমদার সোমবার বিকেলে কলকাতায় প্রয়াত হয়েছেন।
‘কালবেলা’, ‘কালপুরুষ’ ও ‘উত্তরাধিকারে’র ট্রিলজি অথবা দৌড়, গর্ভধারিণীর মতো উপন্যাস তাঁকে বাংলা সাহিত্যে স্থায়ী জায়গা করে দিয়েছিল।
দীর্ঘ অসুস্থতার পর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে এদিন সন্ধ্যা পৌনে ছ’টা নাগাদ তাঁর মৃত্যু হয়। হাসপাতালের রেকর্ড অনুযায়ী মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
তিনি ভারতের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন, ১৯৮২ সালে পেয়েছিলেন আনন্দ পুরস্কারও। পশ্চিমবঙ্গ সরকারও তাঁকে ‘বঙ্গবিভূষণ’ খেতাবে সম্মান জানিয়েছিল।
অ্যাপোলো হাসপাতালের জারি করা একটি মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, ‘স্ট্রোক’ ও ‘বালবার প্যালসি’ থেকে শ্বাসযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েই তিনি মৃত্যুবরণ করেন।
এছাড়া তাঁর বহুদিন ধরেই সিওপিডি, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ও মায়াসথেনিয়া গ্র্যাভিসেরও সমস্যা ছিল। ওই হাসপাতালে তিনি গত ২৫শে এপ্রিল ভর্তি হয়েছিলেন।
সমরেশ মজুমদার জন্মগ্রহণ করেন ১৯৪২ সালের ১০ই মার্চ। তার শৈশব কেটেছে ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানে। ডুয়ার্সের জল-জঙ্গল ও চা-বাগানের জীবন তাঁর বহু গল্প ও উপন্যাসে উঠে এসেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত