সুনীল শর্মাচার্য এর ছড়া
প্রকাশ: ২৯ মে ২০২১, ১৬:২০ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ০৮:৪২
১.
জীবন জুড়ে নাটক
আজব এক ফাটক
মানুষ যেন চাতক
আশার ঘোরে আটক
২.
তুমি গোঁয়ার,আমি গোঁয়ার
করছি কতো গোঁয়ার্তুমি,
বয়স দোষে স্বভাব বাঁকা
করছি ভায়া বাঁদরামি!
৩.
কোথাও যেন ফুল ফুটেছে
দেখতে পাচ্ছি না,
কোথাও যেন শুনছি কথা
মানুষ দেখি না!
বাতাস জুড়ে ফুলের গন্ধ
ফুল তো দেখি না,
ঘরে বাইরে কান্না শুনি
কারণ খুঁজি না!
৪.
মানুষ বড় কাঁদে
সময় হলে বাজে,
মহামারীর ফাঁদে
জীবন বাঁচে কাজে!
৫.
সারাদেশ ভরে গেল
চাটুকার চামচায়,
দিনে রাতে তারা দেখি
সবখানে খামচায়!
কেউ ক'রে অনুমান
বলে রোজনামচায়:
ক্ষতগুলো বাছাধন
ঢেকে রাখো গামছায়!
৬.
দেশটা এখন ছবি
বিরাট রকম ছবি
নদ-নদী সব ছবি
গাছগাছালিও ছবি
ঘরদরজাও ছবি
বনপাহাড়ও ছবি
মানুষজনও ছবি
দেশটা এখন ছবি!
৭.
দাঁড়া রে সূর্য দাঁড়া
একটুখানি দাঁড়া,
দিনের শেষে সূর্য
দে না একটু সাড়া!
আঁধার এলো দেশে
রাত ঝুলিয়ে খাড়া,
ঝিঁঝিঁ ডাকলো দূরে
ঘুমে নিঝুম পাড়া!
এ যে নিয়ম বাঁধা
কালের গতিধারা!
আলো ছাড়া মানুষ
যাবেই প্রাণে মারা!
দাঁড়া রে সূর্য দাঁড়া,
একটুখানি দাঁড়া!
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত