পঞ্চগড়ে কল্যাণ রাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত

  পঞ্চগড় প্রতিনিধি 

প্রকাশ: ২ জানুয়ারি ২০২৫, ১৮:২৩ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ০৪:১০

পঞ্চগড়ে কল্যাণ রাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সরকারি অডিটোরিয়ামে এই মুক্ত আড্ডার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয়। জাতীয় সমাজ সেবা দিবস ২০২৫ উপলক্ষ্যে এই আয়োজন। আড্ডায় শিক্ষক, শিক্ষার্থী, সুধিসমাজ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারিরা অংশ নেন। মুক্ত আড্ডায় কল্যাণ রাষ্ট্র নির্মাণে ছাত্র সমাজের ভাবনা শির্ষক পাাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান। মুক্ত আড্ডায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আব্দুল কাদের, পঞ্চগড় সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়, জেলা শিশু কর্মকর্তা আক্তারুজ্জামান, বাংলাদেশ প্রতিদিন ও NEWS 24   এর জেলা প্রতিনিধি সরকার হায়দার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাসুদ রানা, শাকিল হোসেন প্রমুখ। নেই পাশে কেউ যার সমাজ সেবা আছে তার’ প্রতিপাদ্য নিয়ে এর আগে ২ কিলোমিটার ওয়াকাথনের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত