আদমদীঘিতে জাতীয় সমাজ সেবা দিবস পালন

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশ: ২ জানুয়ারি ২০২৫, ১৯:০৭ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ০২:১২

‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার' প্রতিপাদ্য সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। বৃহস্পতিবার [০২ জানুয়ারি) দুপুরে উপজেলা সমাজসেবা অফিসার আল-আমিনের সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা [ইউএনও) রুমানা আফরোজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার [ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ, মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার পাল, উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি কাওছার আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফুয়াদ ও মেরাজ প্রমুখ। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভূমি অফিস হয়ে ইউএনও কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত