শিবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত
প্রকাশ: ২ জানুয়ারি ২০২৫, ১৯:০৯ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৫, ০৪:১৩
"নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া শিবগঞ্জে নানান আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত । বৃহস্পতিবার ( ২ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরেরে আয়োজনে উপজেলা সভাকক্ষে দিবসটি উপলক্ষে মুক্ত আড্ডা ও দুস্থদের মাঝে চাল এবং শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। উপজেলা সমাজসেবক কর্মকর্তা সুলতান মাহমুদ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, সমবায় কর্মকর্তা রাজিয়া সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা তরিকুল ইসলাম সাবু, উপ সহকারী কৃষি কর্মকর্তা শাহ আপেল মাহমুদ, প্রধান শিক্ষক তাজুল ইসলাম, হারুনুর রশিদ, অনিরর্বান প্রতিবন্ধি সংস্থার সভাপতি বাবলু মিয়া, মাষ্টার হারুনুর রশিদ, প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত