সিলেটে হিজবুত তাহরিরের এক সদস্য গ্রেফতার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৩, ১৬:২৪ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৯

নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। তার নাম মো. আজাদুর রহমান চৌধুরী [৫১]। মঙ্গলবার [২৯ আগস্ট] সিলেট মেট্রোপলিটন পুলিশ এলাকার কোতোয়ালি মডেল থানার মেহেন্দিবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

এটিইউ’র মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস শাখার পুলিশ সুপার মো. ছানোয়ার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গ্রেফতার আজাদ সিলেট উপশহর পয়েন্ট গার্ডেন টাওয়ারের আল ইনসাফ ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সিতে ম্যানেজার পদে কর্মরত ছিল। তার কাছ থেকে হিজবুত তাহরিরের পাঁচটি সংবাদ বিজ্ঞপ্তি জব্দ করা হয়েছে।’

পুলিশ সুপার বলেন, ‘বিভিন্ন প্রচার-প্রচারণাসহ বর্তমান গণতান্ত্রিক সরকারকে উৎখাতের মাধ্যমে দেশে তথাকথিত খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছিল আজাদ। নিষিদ্ধ ওই সংগঠনের জন্য নতুন সদস্য সংগ্রহ ও জনসমর্থন আদায়ের লক্ষ্যে লিফলেট বিতরণের সঙ্গেও জড়িত ছিল সে। তার বিরুদ্ধে সিলেটের কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত