আজ বিশ্ব নার্স দিবস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৫, ১৫:৫১ |  আপডেট  : ১২ মে ২০২৫, ২০:০৬

নার্সদের কাজ নিছক চাকরি নয়, এটি একরকম মানবিক দায়িত্ব। রোগী যখন পরিবারের সঙ্গহীন হয়ে কেবল হাসপাতালের বিছানায় শুয়ে থাকে, তখন একজন নার্স-ই হয়ে ওঠেন তার সবচেয়ে কাছের মানুষ। 

সাদা ইউনিফর্ম, কাঁধে স্টেথোস্কোপ, চোখে-মুখে ক্লান্তির ছাপ তবু অক্লান্তভাবে ছুটে চলা একজন নার্স। হাসপাতালের প্রতিটি করিডোরে, অপারেশন থিয়েটার থেকে আইসিইউ কিংবা সাধারণ ওয়ার্ড সর্বত্রই ছড়িয়ে থাকে তাদের শুশ্রূষার স্পর্শ। রোগীর জ্বর মেপে দেওয়া, ইনজেকশন দেওয়া, রাতভর জেগে থেকে মনোবল জোগানো সবকিছুতেই নার্সদের উপস্থিতি অনিবার্য, অথচ অনেক সময়েই অপ্রকাশিত।

আজ ১২ মে, বিশ্ব নার্স দিবস। আধুনিক নার্সিং সেবার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে প্রতিবছর এই দিনে দিবসটি পালন করা হয়। ১৮২০ সালের এই দিনে জন্ম নেওয়া নাইটিঙ্গেল তার মানবিক সেবার মাধ্যমে নার্সিংকে পরিণত করেছিলেন এক পবিত্র পেশায়।

বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবা ব্যবস্থায় নার্সদের অবদানকে সম্মান জানাতেই ১৯৬৫ সাল থেকে আন্তর্জাতিক নার্স দিবস পালন করে আসছে ইন্টারন্যাশনাল কাউন্সিল অব নার্সেস (আইসিএন)। পরবর্তীতে ১৯৭৪ সালে ১২ মে তারিখটিকে আনুষ্ঠানিকভাবে দিবস উদযাপনের জন্য নির্ধারণ করা হয়।

প্রতিবছরই এই দিবস উপলক্ষে আইসিএন একটি বার্ষিক থিম নির্ধারণ করে এবং নার্সদের মাঝে বিভিন্ন সচেতনতামূলক উপকরণ সরবরাহ করে। কিটে সর্বত্র নার্সদের ব্যবহারের জন্য শিক্ষামূলক ও উন্মুক্ত তথ্য উপকরণ অন্তর্ভুক্ত থাকে।

২০২৫ সালের আন্তর্জাতিক নার্স দিবসের প্রতিপাদ্য বিষয়—“নার্স: নার্সদের স্বাস্থ্য এবং সুস্থতা”, যা বিশেষভাবে তুলে ধরছে স্বাস্থ্যসেবা প্রদানকারীদের মানসিক ও শারীরিক সুস্থতার গুরুত্ব।

ফ্লোরেন্স নাইটিঙ্গেলের সেবাকর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং নার্সদের নিরলস পরিশ্রম ও মানবিক ভূমিকার স্বীকৃতিস্বরূপ দিনটি পালিত হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে।
 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত