ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে চলতি অর্থবছরে

প্রকাশ: ১২ মে ২০২৫, ১৯:৩৪ | আপডেট : ১২ মে ২০২৫, ২৩:০২

চলতি অর্থবছরের ৭ মে পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৫ দশমিক ২৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। অর্থবছর শেষ হওয়ার আগেই এ মাইলফলক অর্জন হয়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংকের দেওয়া প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।
গত কয়েক মাস ধরে হুন্ডির দৌরাত্ম্য কমায় ব্যাংকিং চ্যানেলে বাড়ছে রেমিট্যান্স প্রবাহ। ফলে চলতি অর্থবছরের ১০ মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে। এছাড়া একক মাস হিসেবে সর্বোচ্চ ৩ বিলিয়ন ডলার এসেছিল মার্চে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাই থেকে মে মাসের ৭ দিন পর্যন্ত দেশে মোট ২ হাজার ৫২৭ কোটি ৩০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরে মোট এসেছিল ২ হাজার ৩৯১ কোটি ডলার। রেমিট্যান্সে প্রবৃদ্ধি হয়েছে ২৮ শতাংশের বেশি।
বাংলাদেশ ব্যাংক বলছে, রেমিট্যান্সের এই ধারা অব্যাহত থাকলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। বৈদেশিক মুদ্রার সংকট মোকাবেলা আরও সহজ হবে।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘আমরা দেখেছি ১০–১৫ বছর ধরে বিদেশে আছে এবং বলেছে, কখনোই ব্যাংকিং চ্যানেলে তিনি টাকা পাঠান নি। এবারই প্রথম পাঠালেন। এই যে পজিটিভ একটি পরিবর্তন মানুষের মধ্যে আসাটা, এটা যদি অব্যাহত রাখতে পারি তাহলে রেমিট্যান্সই আমাদের বৈদেশিক মুদ্রার প্রধান উৎস হয়ে দাঁড়াবে।’
এদিকে মে মাসের প্রথম ৭ দিনে দেশের ব্যাংকিং চ্যানেলে ৭৩ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২২ দশমিক ৩ শতাংশ বেশি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত