সংবাদ প্রকাশের পর শ্রীনগরে দেড় কোটি টাকা মূল্যের খাস জমি রক্ষা   

  নজরুল ইসলাম, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৫, ১৯:৫২ |  আপডেট  : ১২ মে ২০২৫, ২২:৪০

মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রায় দেড় কোটি টাকা মূল্যের খাসজমি জোড়পূর্বক মাটি ভড়াটের পর রাতের আধারে দোকান ঘর নির্মাণের চেষ্টার ঘটনায় কাজ বন্ধের পাশাপাশি সরকার স্বার্থ সংশ্লিষ্ট ওই জায়গায় লাল নিশান সাটানো হয়েছে। সোমবার দুপুরের দিকে শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের পাটাভোগ গিয়ে সরেজমিনে উপজেলা প্রশাসন লাল নিশান সাটিয়ে দেয়। 

একটি সূত্র জানায়, অভিযুক্তরা সরকারি ওই জায়গায় দোকান নির্মাণের চেষ্টা করছে। এর আগে ৪ মে গ্রামনগর বার্তা, বিভিন্ন দৈনিক পত্রিকা ও অনলাইন পোর্টালে “খাসজমি ভড়াট করে দোকান নির্মাণের চেষ্টা” শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশিত হলে বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরে পড়ে। এরই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে স্থানীয় ভূমি অফিসের লোকজন উল্লেখিত সরকারি জায়গাটি পরিমাপ করে লাল নিশান সাটিয়ে দেয়।

জানা যায়, নিয়মনীতির তোয়াক্কা না করে শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের পাটাভোগ এলাকার হাজী নজরুল ইসলাম কিন্ডার গার্টেনের পাশে পাটাভোগ মৌজার ১নং খাস খতিয়ানের ১১৬ দাগের প্রায় ১৫ শতক জমিতে ওই এলাকার মরহুম নুর ইসলাম শেখের পুত্র শেখ রিংকুর নেতৃত্বে ও তার শ্যালক ফেমাস জেনারেল হাসপাতালের মালিক আমিনুল ইসলামগং রাতের আধারে ডাম্প ট্রাকে করে বালু এনে জায়গা ভরাটের পর রিংকু গং প্রভাব খাটিয়ে দোকান নির্মাণ শুরু করে। কাজ বন্ধ ও লাল নিশান সাটানোর পর অভিযুক্ত ব্যক্তিদের দাবী, জেলা পরিষদ থেকে জায়গাটির লিজ এনেছেন তারা। 

সোমবার বিকালে স্থানীয় ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, পরিমাপ করে জায়গায় লাল নিশান সাটানো হয়। কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। 

মুন্সীগঞ্জ জেলা পরিষদের সার্ভেয়ার ইমাঈল হোসেন জানান, আমাদের লোকজন সরেজমিনে তাৎক্ষনিক পরিদর্শনে গিয়েছে। কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত