সিরাজদিখানে সামাজিক সংগঠনের ইফতার  সামগ্রী বিতরণ

  লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২২, ১৪:৪৬ |  আপডেট  : ১৬ জানুয়ারি ২০২৫, ০০:৫৩

সিরাজদিখান মালখানগর ফুরশাইলে সেবাধর্মী সংগঠন স্বপ্নের ফুরশাইলের উদ্যোগে অসহায় গরীব দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে। আজ শুক্রবার বেলা ১১টায় সেবাধর্মী সংগঠন স্বপ্নের ফুরশাইলের উদ্যোগে ফুরশাইল গ্রামে ৪”শ অসহায় গরীব দুস্থদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ উপলক্ষে সমাজসেবক,স্বপ্নের ফুরশাইলের সংগঠনের সভাপতি মো: নাদিম জাহান আজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সিরাজদিখান হেলথ কেয়ার হাসপাতালের চেয়ারম্যান ইকবাল হোসেন, সমাজসেবক রফিজদ্দিন মাদবর,মালখানগর ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি দেলোয়ার হোসেন রানা,মালখানগর আওয়ামী যুবলীগ সাংগঠনিক সম্পাদক মনছুর আহম্মেদ,রিপন মাদবর প্রমুখ। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে মুড়ি, ছোলা, চিনি, খেজুর, ডাল, তেল, ট্যাং,চাউল.ডাল। সভাপতির বক্তব্যে মো: নাদিম জাহান আজিম বলেন, যারা আপনারা নামাজ পড়বেন, রোজা রাখবেন তাঁদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ শুভ ও পূণ্যের কাজ। আমি অপনাদের পাশে ছিলাম, আছি। ইকবাল হোসেন বলেন, আমাদের এই মহতী উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন স্বপ্নের ফুরশাইলের সংগঠনের সভাপতি মো: নাদিম জাহান আজিম । স্বপ্নের ফুরশাইলের প¶ থেকে আমরা তাঁকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত