নন্দীগ্রামে শিক্ষার্থীদের মাঝে ভাটরা খান চৌধুরী ডাচ্ সংঘের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১৮:২৬ | আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ২০:২৮
বগুড়ার নন্দীগ্রামে মাধ্যমিক বিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের মাঝে ভাটরা খান চৌধুরী ডাচ্ সংঘের উদ্যোগে শিক্ষা উপকরণ (স্কুলব্যাগ) উপহার বিতরণ করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ঐতিহ্যবাহী ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে ভাটরা খান চৌধুরী ডাচ্ সংঘের সভাপতি ওয়াজিফা বেগমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, ভাটরা খান চৌধুরী ডাচ্ সংঘের সহসভাপতি মাহবুবুর রহমান খান চৌধুরী, দপ্তর সম্পাদক আকরাম হোসেন তারা, নির্বাহী সদস্য মিনারুল ইসলাম খান চৌধুরী পল্লব, সমাজসেবক আইনুল ইসলাম খান চৌধুরী, ওয়াসেক মাহমুদ খান চৌধুরী ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ভাটরা শাখার ব্যবস্থাপক মাহবুবুর রহমান আকন্দ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল লতীফ।
মাধ্যমিক বিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা শিক্ষা উপকরণ (স্কুলব্যাগ) উপহার পেয়ে খুব খুশি হয়। ভাটরা খান চৌধুরী ডাচ্ সংঘের সভাপতি ওয়াজিফা বেগম বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ যোগাতে আমাদের এই উদ্যোগ। আগামীতেও আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত