জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১৮:৪৭ | আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ২১:৫৭
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ (সোমবার) বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিকদল উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ডাঃ মহসিন খান তরুণ বলেন শহীদ প্রেসিডেণ্ট জিয়াউর রহমান বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা, আমদানি নির্ভরতা কমিয়ে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়া, নারী বিষয়ক মন্ত্রণালয় চালু, আনসার-পুলিশে নারীর অংশগ্রহণ, যৌতুকবিরোধী আইন প্রণয়নসহ অসংখ্য সংস্কারমূলক কাজ করেছেন। জিয়াউর রহমান ও বিএনপি অতীতে কর্মের মাধ্যমে সংস্কারের নজির রেখে গেছেন।
চট্টগ্রাম দক্ষিণজেলা শ্রমিকদলের প্রচার সম্পাদক এবং বোয়ালখালী উপজেলা শ্রমিকদলের সভাপতি আকরাম হোসেন দুলালের সভাপতিত্বে বোয়ালখালী উপজেলা শ্রমিকদলের কার্যলয়ে এই আলোচনা সভাএবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার সানি, সহ সাধারণ সম্পাদক হাজী মোঃ জামাল উদ্দিন, সাংগাঠনিক সম্পাদক মোঃ আনসার উল্লাহ্, সহ সাংগঠনিক সম্পাদক বাবু স্বপন শীল, অর্থ সম্পাদক দিদারুল আলম লিটন, দক্ষিণ জেলা সদস্য আব্দুস সাত্তার, ইব্রাহীম,মোঃ সাইফুল, ফজল কাদের, আব্দুল মালেক, মোঃ করিমুল্লাহ, মাহমুদুল ইসলাম, মোঃ ইসলাম, মোঃ রেজাউল করিম, জাহাঙ্গীর আলম, আবির ইসলাম, দিপু, বোয়ালখালী উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি সৈয়দ মোঃ বেলাল, সাংগঠনিক সম্পাদক মোঃ আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল, হোসেন চৌধুরী, মোঃ সাইফুল, আরাফাত কোকো স্মৃতি সংসদের সভাপতি মোঃ ইউছুফ, বোয়ালখালী পৌরসভা শ্রমিক দলের সভাপতি কফিল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ মিজান, লোকমান, ইয়াকুব রানা, মোঃ তৌহিদুল ইসলাম, রবিউল হোসেন শিহাব, মোঃ মঞ্জু সহ প্রমুখ।
আলোচনা সভা শেষে মিলাদ কিয়াম এবং মোনাজাতের মধ্যদিয়ে দোয়া মাহফিল সমাপ্তি হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত