শ্রীনগরের হসাড়া এক্সপ্রেস ওয়ের ব্রীজের নীচ থেকে অটো চালকের লাশ উদ্ধার  

  নজরুল ইসলাম প্রতিনিধি,শ্রীনগর(মুন্সীগঞ্জ)

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ২০:৩৬ |  আপডেট  : ২২ জানুয়ারি ২০২৬, ২৩:৩৫

২২ জানুয়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ের দ্বিতীয় ব্রীজের নীচ থেকে সোহেল ২৮ নামক অটো চালকের লাশ উদ্ধার করা হয়েছে । পারিবারিক সুত্রে জানা যায়, সোহেলের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায়। তিনি ঢাকার কেরানীগঞ্জ উপজেলার তেঘরিয়া ইউনিয়নের বনগ্রাম বাজার সংলগ্ন ভাড়া বাসায় স্ত্রী ও এক শিশু কন্যা নিয়ে বসবাস করতেন। পেশায় ছিলেন একজন অটো চালক । ২১ জানুয়ারী বুধবার সকালে অটো নিয়ে কাজে বের হন। সর্বশেষ রাত ৯ টায় স্ত্রীর সাথে মোবাইল ফোনে কথা বলে জানিয়েছেন, যাত্রী নিয়ে হাসাড়া যাচ্ছে । 

নামিয়ে দিয়েই বাসায় ফিরবে । সারা রাত স্বজনরা অপেক্ষা করে সকালে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির এক পর্যায়ে ফেসবুকের মাধ্যমে জানতে পেয়ে স্ত্রী সহ স্বজনরা শ্রীনগর থানায় গিয়ে লাশ সনাক্ত করে । এসময় তাদের আহাজারিতে এক হৃদয় বিদারক দৃশ্য দেখা যায় । উদ্ধার কর্মকর্তা এস আই  মাইনুল হোসেন জানান লাশের চোখে মুখে গলা ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে । শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল মিয়া বলেন, এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে   লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত