মুন্সীগঞ্জে বিএনপির দুই স্বতন্ত্র প্রার্থী বহিষ্কৃত
লিটন মাহমুদ
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১২:২২ | আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১৮:২৪
দলীয় মনোনীত প্রার্থী থাকা সত্ত্বেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় মুন্সীগঞ্জ-১ ও মুন্সীগঞ্জ-৩ আসনের দুই নেতাকে নিজ পদ থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি দলের প্রাথমিক সদস্যপদ থেকেও বহিস্কার করা হয়েছে।
বুধবার (২১ শে জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মমিন আলীকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে মুন্সীগঞ্জ-৩ আসনে দলীয় প্রার্থীর বিপরীতে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় মহিউদ্দিনকে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক সিদ্ধান্ত বাস্তবায়নের স্বার্থে এই বহিষ্কার কার্যকর করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্রভাবে প্রার্থী হওয়াকে গুরুতর সাংগঠনিক অপরাধ হিসেবে বিবেচনা করে কেন্দ্রীয় নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছে বলে পত্রে জানানো হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত