মাদারীপুরের ৩টি আসনে প্রতীক বরাদ্দ
শফিক স্বপন, মাদারীপুর
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১১:৩৮ | আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১৭:৩৯
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর জেলার তিনটি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে এই প্রতীক তুলে দেন।
মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি মনোনীত নাদিরা আক্তার ধানের শীষ প্রতীক পেয়েছেন। এছাড়া এই আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের সাঈদ উদ্দিন আহমাদ হানজালা রিকশা, ইসলামী আন্দোলনের আকরাম হোসাইন হাতপাখা, গণঅধিকার পরিষদের রাজিব মোল্লা ট্রাক এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে কামাল জামান মোল্লা জাহাজ, সাজ্জাদ হোসেন সিদ্দিকী ফুটবল ও ইমরান হাসান হরিণ প্রতীক পেয়েছেন। উল্লেখ্য, ১০ দলীয় ঐক্যের সিদ্ধান্তে গত ২০ জানুয়ারি এই আসনে জামায়াত প্রার্থী সরোয়ার হোসেন তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।
মাদারীপুর-২ (সদর-রাজৈর) আসনে বিএনপি প্রার্থী জাহান্দার আলী মিয়া ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন। এই আসনের অন্যান্যদের মধ্যে খেলাফত মজলিসের আব্দুস সোবাহান রিকশা, ইসলামী আন্দোলনের আলী আহমাদ চৌধুরী হাতপাখা, জাতীয় পার্টির মহিদুল ইসলাম লাঙ্গল এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মিল্টন বৈদ্য কলস, কামরুল ইসলাম সাঈদ হরিণ ও সহিদুল ইসলাম খান মোটরসাইকেল প্রতীক পেয়েছেন।
মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার) আসনে বিএনপি মনোনীত আনিছুর রহমান তালুকদার (খোকন) ধানের শীষ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. রফিকুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছেন। এছাড়া ইসলামী আন্দোলনের মো. আজিজুল হক হাতপাখা ও বাসদের আমিনুর ইসলাম মই প্রতীক বরাদ্দ পেয়েছেন।
প্রতীক বরাদ্দ শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ১২ ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। সকল প্রার্থীকে কঠোরভাবে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটারদের কোনো প্রকার হয়রানি করা হলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, প্রতীক বরাদ্দ চলাকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে মাদারীপুর-২ আসনের কল্যাণ পার্টির সমর্থক মাহবুবুর রহমান সরদার ও বিএনপির সমর্থক শিপন মোল্লাকে পৃথকভাবে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মিল্লাত হোসেন মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিকভাবে এই জরিমানা আদায় করেন। প্রতীক পাওয়ার পর আগামীকাল থেকেই প্রার্থীরা তাদের নিজ নিজ এলাকায় আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করবেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত