অসুস্থ স্ত্রীসহ খোলা আকাশের নীচে বসবাস করা তপন চন্দ্রকে নতুন ঘর করে দিলেন কাউনিয়ার ইউএনও

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১৭:৩১ |  আপডেট  : ২২ জানুয়ারি ২০২৬, ২১:৫২

অভাব অনটনের সংসারে জীবন বাঁচাতে সামান্য যে টুকু ভিটেমাটি ছিল তা বিক্রি করে স্ত্রী ও এক পুত্র সন্তান কে নিয়ে কাউনিয়ার তালুকশাহাবাজ গ্রামের বন বিহারি চন্দ্রের পুত্র তপন চন্দ্র বর্মন (৪৮) প্রায় ১০ বছর আগে কাজের উদ্দ্যেশে ঢাকার সাভার মধুপুর গণকবাড়ী ধামসোনা নামক স্থানে একটি কোম্পানিতে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ শুরু করেন । বেশ সুখেই চলছিল তার সংসার ও ছেলের পড়া লেখা। হঠাৎ বিধিবাম হঠাৎ স্ত্রী সিন্ধু রানী (৩৮) স্টোক করে প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে পড়েন। নিজে চলাফেরার সামর্থ্য হারিয়ে ফেলেন স্ত্রী। হুইলচেয়ার বসে স্বামীর সহযোগিতা ছাড়া খাওয়া দাওয়া প্রকৃতির ডাকে সারা দেওয়া কোনটাই তিনি করতে পারেন না। এ অবস্থায় স্বামী তপন চন্দ্র বর্মন স্ত্রী কে নিয়ে প্রায় এক মাস আগে কাউনিয়ার তালুক শাহাবাজ গ্রামে এসে ভাইয়ের বাড়িতে ওঠেন। ভাইয়ের বাড়িতে পর্যাপ্ত ঘর না থাকায় অসুস্থ স্ত্রীর প্রশাব-পায়খানার গন্ধের কারণে নিজের ভাই তার অসুস্থ স্ত্রী সিন্ধু রানী সহ তাকে বাড়ি থেকে বের করে দেন। পরে তারা অন্যর জমিতে মাটিতে খড় বিছিয়ে পলিথিন টাঙ্গিয়ে অসুস্থ স্ত্রী কে নিয়ে খোলা আকাশের নীচে মানবেতর জীবনযাপন করে। এ খবর বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হলে আরিফা ফুড প্রডাক্টস ও সোহা ট্রেডার্সসহ এলাকার মানুষের সহায়তায় কেনা ২ শতক জমির উপর কাউনিয়ার ইউএনও পাপিয়া সুলতানা নতুন করে টিনের ঘর তৈরি করে দিয়ে বৃহস্পতিবার দুপুরে নতুন ঘরে তুলে দেন। ইউএনও এর মহৎ কর্মে প্রশংশায় ভাসছেন তিনি। এ সময় উপস্থিত উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মমিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, তপন চন্দ্র বর্মন নতুন ঘর পেয়ে ইউএনও কে ধন্যবাদ জানানো সহ সৃষ্টি কর্তার কাছে শুকরিয়া জানান। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত