ছিনতাই হওয়া পিকআপসহ যুবদলের যুগ্ন আহবায়ক গ্রেপ্তার

  লিটন মাহমুদ

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১৩:৫৯ |  আপডেট  : ২২ জানুয়ারি ২০২৬, ১৯:৫৯

মুন্সীগঞ্জের শ্রীনগরে ছিনতাই হওয়া পিকআপ ভ্যানসহ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাহিদুল ইসলাম রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার দিবাগত ভোর রাতে তাকে শ্রীনগর জমজম টাওয়ারের পেছন থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজতে থাকা ছিনতাই হওয়া একটি নেভী ব্লু রংয়ের পিকআপ ভ্যান উদ্ধার করা হয়। 

তথ্য সুত্রে জানা যায় জানা, ঢাকার শ্যাম বাজার থেকে আদা রসুন নিয়ে নেভী ব্লু রংয়ের পিকআপ ভ্যানটি মঙ্গলবার রাত ১১ টার দিকে শ্রীনগর চকবাজার আসে। 

মালামাল অনলোড করে রাত ১২ টার দিকে পিকআপটি ঢাকার দিকে রওনা করার সাথে সাথে মাহিদুল ইসলাম রবিনের নেতৃত্বে একটি মোটরসাইকেল সামনে এসে ব্যারিকেট দেয়। এসময় পিকআপ চালক আহসান হাবীব আরিফ (২০) ও হেলপার আলআমিন (১৫) কে মারধর শুরু করে। পরে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে পিকআপ সহ জমজম টাওয়ারের পেছনে নিয়ে যায়। 

এসময় দুর্বৃত্তরা পিকআপের ব্যাটারি খুলে ফেলে এবং চাবি কেড়ে নেয়। মাহিদুল ইসলাম রবিন ও তার সঙ্গীরা পিকআপ চালক আরিফের কাছ থেকে নগদ ৭ হাজার ২শ টাকা এবং একটি মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়। পরে পিকআপ মালিক মানিক মিয়াকে ফোন করে ঢাকা থেকে আসতে বলে। রাত ৩টার দিকে পিকআপ মালিক শ্রীনগর এসে থানা পুলিশকে বিষয়টি জানায়। রাত ৪টার দিকে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রীনগর উপজেলা যুবদলের আহবায়ক মাহিদুল ইসলাম রবিনকে আটক করে এবং পিকআপ ভ্যানটি উদ্ধার করে। 

এই ঘটনায় পিকআপ ভ্যান মালিক মানিক মিয়া বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেছেন। 

শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত জানান, গ্রেপ্তারকৃত আসামীকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত