শাজাহানপুরে পানিবন্দি আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে ত্রাণ বিতরণ 

  শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৭ অক্টোবর ২০২৩, ১৭:৪৭ |  আপডেট  : ১৪ জানুয়ারি ২০২৫, ০৯:০৯

বগুড়ার শাজাহানপুরে পানিবন্দি আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী ও স্থানীয় পরিবারদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার আড়িয়া ইউনিয়নের মানিকদিপা পলিপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী ও স্থানীয় পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম। প্রকল্পের উপকারভোগী ৯টি পরিবার ও ওই গ্রামের পানিবন্দি আরো ১১টি পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে এ  শুকনো খাবার বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সানজিদা মুস্তারী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবর রহমান, আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক প্রমুখ। ত্রাণ বিতরণকালে জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, পানি নিস্কাশন না হওয়া পর্য়ন্ত পানিবন্দি এসব অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে। উল্লেখ্য,মুজিববর্ষে শাজাহানপুর উপজেলা প্রশাসন অপরিকল্পিত ভাবে মানিকদিপা পলিপাড়ায় নিচুঁ জায়গায় আশ্রয়ণ প্রকল্পের ৯টি ঘর নির্মাণ করে। জায়গাটি নিচুঁ হওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় পড়তে হয় প্রকল্পের বাসিন্দাদের। এ কারণেই বর্ষা মৌসুমে চরম দুর্ভোগ পোহাতে হয় তাদের। গত বৃহষ্পতি ও শুক্রবারের অতি বর্ষণে ঘরগুলো পানিবন্দি হয়ে পড়ে। তবুও তাদের কোন খোঁজ খবর নেয় না উপজেলা প্রশাসন। এ সংক্রান্ত সংবাদ গণমাধ্যমে প্রকাশ হলে জেলা প্রশাসক দুর্ভোগ পোহানো অসহায় মানুষদের পাশে দাঁড়ান।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত