লৌহজংয়ে শিমুলিয়া ঘাটে আজও ঘরমুখো মানুষের ঢল
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২, ২২:০৮ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৫:৪৪
ঈদকে সামনে রেখে দক্ষিন-পশ্চিমবঙ্গের প্রবেশপথ হিসেবে খ্যাত মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢ্ল অব্যাহত রয়েছে । সরকারি ছুটির দ্বিতীয় দিনেও শনিবার ভোর থেকে শিমুলিয়া ঘাটে যানবাহন ও যাত্রীদের চাপ বাড়তে থাকে।
শনিবার সকাল থেকে শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে পাঁচ শতাধিক যানবাহন। বেলা বাড়ার সাথে সাথে যানবাহন ও যাত্রী চাপ আরও বাড়তে শুরু করছে।
এছাড়া লঞ্চ ও স্পিডবোটেও যাত্রীদের উপচে পড়া ভীর দেখা গেছে। একটি ফেরি ঘাটে ফিরলেই ঘরমুখো শত, শত মানুষ ফেরিতে ওঠার জন্য হুমরি খেয়ে পড়তে দেখা গেছে।
তীব্র গরমে ফেরির জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে নারীর টানে ঈদে ছুটে চলা ঘরমুখো মানুষকে যানবাহন নিয়ে। ঘাটে ঘরমুখো মানুষের ঢল দৃশ্যমান হওয়ার পাশাপাশি বিড়ম্বনা ও দূর্ভোগ দৃশ্যমান হচ্ছে।
এই নৌপথে ফেরিতে ভাড়ি যানবাহন পারাপার নিষিদ্ধ থাকায় হালকা যানবাহন ও ব্যক্তিগত গাড়ি নিয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গের ২১ জেলার ঘরমুখো যাত্রা শুরু করেছেন ।
বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বানিজ্য) মোঃ জামাল হোসেন জানান, শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে দশটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
আজ থেকে যাত্রী সাধারনের সুবিধার্থে বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ ১নং ফেরিঘাট দিয়ে শুধু মোটর সাইকেল বাকী ২, ৩ ও ৪ নং ঘাট দিয়ে ফেরি ও যাত্রী পারাপারের জন্য নির্ধারিত করে দিয়েছে।
তিনি আরও জানান, সকাল থেকে ফেরিতে পারাপারের অপেক্ষায় রয়েছে পাঁচ শতাধিক যানবাহন।
বিআইডব্লিউটিএ শিমুলিয়া ঘাটের পরিবহন পরিদর্শক মো. সোলেমান জানান, নৌরুপথে ১৫৫টি স্পিডবোট ও ৮৫টি লঞ্চ চলাচল করছে। লঞ্চ ও স্পিডবোটে বিপুল সংখ্যক যাত্রী পদ্মা পারি দিচ্ছে বলে জানান তিনি।
স্পিডবোট চলাচল করছে সকাল ৬টা থেকে বিকেল ৬টা পর্যন্ত এবং ঈদ ব্যবস্থাপনায় বিআইডব্লিউটিএ'র সহযোগী সংস্থা হিসেবে জেলা পুলিশ, নৌ পুলিশ, ডিবি পুলিশ ট্রাফিক পুলিশ, এপিবিএন, নৌপরিবহন অধিদফতর, বিআইডব্লিউটিসি, র্যাব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ও ভিডিপি, মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন কর্তৃক নিয়োজিত মেডিক্যাল টিম, সংশ্লিষ্ট ইজারাদার এবং লঞ্চ মালিক সমিতি নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত