রিজার্ভের টাকা চিবিয়ে নয় গিলে খেয়েছেন সরকার: মির্জা ফখরুল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২, ২০:২৮ |  আপডেট  : ২৫ ডিসেম্বর ২০২৪, ০২:৩৯

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'রিজার্ভের টাকা আপনারা (আওয়ামী সরকার) চিবিয়ে না, গিলে খেয়েছেন।'

দেশের উন্নয়ন কাজে ব্যয়ের জন্য রিজার্ভের টাকা কমেছে, কেউ চিবিয়ে খায়নি—প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সংক্রান্ত বক্তব্যের প্রেক্ষিতে ওই কথা বলেন বিএনপি মহাসচিব।

বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, 'প্রধানমন্ত্রী পায়রাবন্দর ভার্চুয়ালি উদ্বোধনে বলেছেন, 'বিএনপি প্রশ্ন করে রিজার্ভের টাকা কোথায় গেল? এর উত্তর তিনি বলেছেন রিজার্ভের টাকা চিবিয়ে খাওয়া হয়নি। আপনারা চিবিয়ে তো খান নাই রিজার্ভের টাকা গিলে খেয়েছেন।'

তিনি আরও বলেন, 'প্রধানমন্ত্রী বলেছেন পায়রা বন্দরে রিজার্ভের টাকা খরচ করা হয়েছে। পায়রা বন্দরে খরচ করার জন্য রিজার্ভের টাকা না। রিজার্ভের টাকা হচ্ছে দেশে অর্থনৈতিক ক্রাইসিস দেখা দিলে ব্যবহার করার জন্য।'

এসময় বিএনপির বিভাগীর সমাবেশকে কেন্দ্র করে পরিবহন ধর্মঘটের সমালোচনা করে ফখরুল আওয়ামী লীগের ‍উদ্দেশে বলেন, 'সমাবেশ করে ক্ষমতায় যাচ্ছি ভেবে আপনাদের মধ্যে যে কম্পন শুরু হয়েছে...বাকি সমাবেশ বন্ধ করার জন্য বাস, পরিবহন ঘর্মঘট শুরু করেছেন। আপনাদের ধর্মঘট কিন্তু মানুষকে আটকাতে পারেনি। চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনায় মহাসমাবেশ তার প্রমাণ। পায়ে হেঁটে ও বিভিন্ন উপায়ে জনগণ তাদের দাবি নিয়ে সমাবেশে উপস্থিত হয়েছে।'

বাস মালিক, শ্রমিকদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, 'বাস মালিক, শ্রমিকদের বলতে চাই আপনারা জনগণের সেবা করেন। আজকে চালের দাম, তেলের দাম, চিনির দাম বেড়েছে। এগুলো কার ঈঙ্গিতে? আপনারা কাদের সাহায্য করছেন ভেবে দেখুন। জনগণের সঙ্গে থাকুন তাদের ভোগান্তি করবেন না।'

ফখরুল বলেন, 'এই সরকার নির্বাচিত সরকার না, যারা জোর করে রাষ্ট্রতন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে, যারা বিগত ১৪ বছরে বাংলাদেশের সমস্ত সম্ভাবনাকে নষ্ট করেছে, যারা দেশের রাজনীতিকে নষ্ট করেছেন, যারা দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, যারা দেশে অর্থনৈতিক সংকট তৈরি করেছে। আজকে দেশের অর্থনৈতিক সংকটের পেছনে রয়েছে তাদের চুরি। তারা এমন চুরি করে আজ আমাদের দেশ ধ্বংসের দারপ্রান্তে।'

তিনি আরও বলেন, '২০০৮ সালে নির্বাচনের আগে আগে বলছিল ঘরে ঘরে চাকরি দেব। আজ তারা ঠিকই চাকরি দেয়। সেটা শুধুমাত্র আওয়ামী লোকদের দেয় এবং যারা ২০ লাভ টাকা ঘুষ দিতে পারে তাদের দেয়।'

সমাবেশটি সঞ্চালনা করেন যুবদল সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না। অন্যদের মধ্যে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত