রাশিয়াকে আরও বিচ্ছিন্ন করতে আজ মিত্রদের সঙ্গে কথা বলবেন বাইডেন

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২, ১০:৪০ |  আপডেট  : ২০ জানুয়ারি ২০২৫, ০৮:০৯

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার ওপর নানা নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।বিবিসি, আল-জাজিরার প্রতিবেদন।

রাশিয়াকে আরও বিচ্ছিন্ন করতে আবারও মিত্রদের সঙ্গে কথা বলতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আজ মঙ্গলবার ভিডিও কলে তাদের সঙ্গে কথা বলবেন তিনি।

হোয়াইট হাউস জানিয়েছে, রাশিয়াকে আরও বিচ্ছিন্ন করার পরিকল্পনাসহ যুদ্ধ নিয়ে আলোচনার জন্য এই ভিডিও কলের ব্যবস্থা করা হচ্ছে।

এক বিৃবতিতে হোয়াইট হাউস জানায়, “প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রতি অব্যাহত সমর্থন এবং ঘনিষ্ঠ সমন্বয়ের অংশ হিসেবে রাশিয়াকে দায়বদ্ধ রাখার প্রচেষ্টা নিয়ে আলোচনা করতে মিত্র ও অংশীদারদের সাথে ভিডিও কলে কথা বলবেন।”

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত