যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫০ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:১১

১৩ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে রওনা হন তিনি। সেখানে আগামী ৩ অক্টোবর পর্যন্ত লন্ডনে অবস্থান করবেন। এরপর ৪ অক্টোবর তার ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৭-২২ সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশনের ফাঁকে অন্যান্য উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যোগদানের পর নিউইয়র্ক থেকে ২৩ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসি পৌঁছেন শেখ হাসিনা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত