মোরেলগঞ্জে ছেলের লাঠির আঘাতে পিতার মৃত্যু

  স্টাফ রিপোটার,বাগেরহাট

প্রকাশ: ১১ এপ্রিল ২০২২, ১৪:৩২ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ১৯:০১

বাগেরহাটের মোরেলগঞ্জে ছেলের লাঠির আঘাতে হাতে চান্দে আলী(৭০) নামের বৃদ্ধ বাবা নিহত হয়েছেন। রবিবার (১০ এপ্রিল) বিকালে মোরেলগঞ্জ উপজেলার উত্তরফুলহাতা গ্রামে পারিবারিক কলহের জেরে এই মারপিটের ঘটনা ঘটে। এসময় ছেলের লাঠি পিটানোতে বৃদ্ধ চান্দে আলী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় এলাকাবাসীর সহয়তায় নিহতের ছেলে মারপিটকারী হিরণ মৃধাকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, ছেলের মারপিটে বৃদ্ধ বাবা নিহতের ঘটনায় স্থানীয়দের সহায়তায় আমরা মারপিটকারী ছেলেকে গ্রেফতার করেছি। নিহতের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরও বলেন, পারিবারিক কলহের জেরে দুপুরের দিকে চান্দেআলী তার স্ত্রী খাদিজা বেগমকে মারপিট করে। ঘরে ফিরে মাকে মারপিটের ঘটনা শুনে চান্দেআলীর ছেলে হিরণ লাঠি দিয়ে তার বাবাকে মারপিট করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে মোংলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত