গুলশানে ৫২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১১:০১ |  আপডেট  : ২০ জানুয়ারি ২০২৫, ১৪:১২

রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন, রাসেল হোসেন (৩৪) ও সুমন খান (২৯)। 

রোববার (১৯ জানুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে বিমানবন্দর থানাধীন কাওলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান ডিবি-গুলশান বিভাগের বরাতে জানান, রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-গুলশান বিভাগ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে মাদক ব্যবসায়ীরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য বিমানবন্দর থানার কাওলা বাসস্ট্যান্ডে ময়মনসিংহ-ঢাকা সড়কের পূর্ব পাশে অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রাসেল হোসেন ও সুমন খানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫২০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা এসব ইয়াবা বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রেখেছিল বলে স্বীকার করেছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত