মেহেরপুর জেনারেল হাসপাতালে করোনায় আরও ২জনের মৃত্যু
প্রকাশ: ৪ জুলাই ২০২১, ০৯:১২ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ১৩:২০
মেহেরপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনায় আরও ২জনের মৃত্যু হয়েছে। মেহেরপুর জেলায় ক্রমেই করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাওয়া সর্বশেষ জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২ জন। এরা হলেন, মেহেরপুর শহরের বেড়পাড়ার মৃত ওয়াজেদ আলীর ছেলে রেজাউল ইসলাম (৪৫) এবং মেহেরপুর মুজিবনগর উপজেলার আনন্দবাস গাজিমতলা পাড়ার মনিরুল ইসলামের স্ত্রী নাসরীন আক্তার (৩৮)।
মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় নাসরিন ও রেজাউল এর মৃত্যু হয়। মেহেরপুর জেলা সিভিল সার্জন অফিস থেকে তথ্য পাওয়া মতে জেলায় নতুন প্রাপ্ত ৯৭টি ফলাফলের মধ্যে আরো নতুন করে ৪৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে মেহেরপুর সদরে ১০ জন, গাংনীতে ৩৮ জন। মেহেরপুর জেলায় গত শুক্রবার মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩৫ জন, নতুন ৪৮ জন মিলে বর্তমান করোনা আক্রান্তের মোট সংখ্যা ৫৬৩ জন। এর মধ্যে সদর উপজেলার ১৮৩ জন, গাংনী উপজেলার ২৭১ জন ও মুজিবনগর উপজেলার ১০৯ জন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত