পঞ্চগড়ে সবজির দাম হাতের নাগালে, বেড়েছে সোনালি মুরগীর দাম

  মোঃ কামরুল ইসলাম কামু পঞ্চগড়  

প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৫, ১৮:২২ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ১৪:২৪

বছর জুড়ে আলোচিত সবজির বাজারে ছিল মানুষের অস্বস্তি। অবশেষে কমলো আলু, পেয়াঁজ ও কাঁচা মরিচের দাম। সবজির বাজার এখন ভরপুর। সহনীয় পর্যায়ে সব সবজির দাম।

পঞ্চগড়ে সবজির বাজারে গিয়ে দাম শুনেই মানুষ চমকে উঠতো। চড়া দামে দিশেহারা হয়ে পড়তো। আলু , পেয়াজ ও কাচাঁ মরিচের ছিল নাগালের বাইরে।দাম শুনেই কি কিনবে! আর না কিনবে তা ছিল লক্ষ্যহীন। বেশি দাম হওয়ায় যত সামান্য কিনেই ফিরতো নিজ বাসায়। ছিল চোখেমুখে দুশ্চিন্তার ছাপ। সবজির বাজারও ছিল চড়া। তবে প্রায় এক সপ্তাহ ধরে সবজিতে ভরপুর পঞ্চগড় সবজির বাজার। নতুন আলু প্রতিকেজি একশত টাকার উপড়ে বিক্রি হযেছে। কাচাঁমরিচ চিল  দুইশত টাকা থেকে তিনশত অথবা আরো বেশি। অপরদিকে পেঁয়াজের বাজার নিয়ে ছিল ধোঁয়াশা। বাড়তির দিকেই যাচ্ছিল পেয়াঁজের দাম। তবে এখন সে অবস্থা আর নেই। শীতকালীন সবজির বাজারে কমেছে ফুলকপি, বাঁধাকপি, শিম সহ সব পন্যের দাম।শুক্ররবার বাজারে গিয়ে দেখা গেছে ফুলকপি প্রতি পিস  (এককেজি-দেড়কেজি) সাইজ অনুযায়ি ১০ টাকা থেকে ২০ টাকা। এবং বাঁধা কপির একই দাম। নতুন আলু ৪০ টাকা থেকে ৫০ টাকা কেজি। টমেটো ৪০ ও শিম ২০-৩০ টাকা কেজি। গাঁজর যেখানে ছিল ১৫০ টাকা সেই গাঁজর এখন ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচ এখন ৪০ টাকা কেজি। বেগুন ৩০-৪০ টাকা কেজি।সদর উপজলোর টুনিরহাট এলাকার সুমন মিয়া বলেন ভাই দাম তো একেবারে কম। তবে সয়াবিন , চিনির দাম কমলে আমরা বাঁচি।

এদিকে গত এক সপ্তাহ ধরে কমেছে ডিমের দাম প্রতি হালি ডিম এখন ৪২ টাকা হালিতে বিক্রি হচ্ছে। তবে বাড়তি হাসের ডিমের দাম। প্রতি হালি হাসের ডিম এখন ৭৫ টাকা। ডিম ব্যবসায়ি মিন্টু বলেন, ভাই আর ডিমের দাম কমবে বলে মনে হয়না। তবে সোনালি মুরগীর দাম ২৮০ টাকার স্থলে এখন ৩৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত