মাদারীপুরে বিশেষায়িত পেশার দাবিতে সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের কর্মবিরতি পালন

  শফিক স্বপন, মাদারীপুর

প্রকাশ: ২ অক্টোবর ২০২৩, ১৭:০৯ |  আপডেট  : ৩১ ডিসেম্বর ২০২৪, ১০:২৮

মাদারীপুরে বিশেষায়িত পেশার দাবিতে সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তারা কর্মবিরতি পালন করেন। সোমবার (২ অক্টোবর)মাদারীপুর সরকারি কলেজ মাঠে সকাল ৯টা থেকে কর্মবিরতি শুরু করেন।

কর্মবিরতিতে উপস্থিত ছিলেন, মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: জামান মিয়া, বিসিএস সাধারন শিক্ষা সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব ও মাদারীপুর সরকারি কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যপাক কামাল হোসেন, কলেজ ইউনিটের সম্পাদক বেদানন্দ হালদার, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলামসহ মাদারীপুর জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা। প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সার্বিক শিক্ষা ব্যবস্থা পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য শিক্ষা ক্যাডার সৃষ্টি করে শিক্ষা ক্যাডারকে বিশেষায়িত পেশা হিসেবে গড়ে তোলার দাবী জানানো হয়। এই কর্মবিরতির পর দাবি পূরণে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া না হলে আগামী ১০, ১১ ও ১২ অক্টোবর টানা তিনদিন কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত কর্মকর্তারা।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত