ভিসা নীতি সরকার টু সরকারের বিষয়, নির্বাচন কমিশনের কিছু করার নেই

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১৪ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৫

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, ‘ভিসা নীতি সরকার টু সরকারের বিষয়। নির্বাচন কমিশনের এ বিষয়ে কিছু করার নেই।’আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। 

আহসান হাবিব বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক না পাঠানোর যে সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে ইইউকে চিঠি পাঠানো হয়েছে। আশা করছি ইইউ বিষয়টি পুনর্বিবেচনা করবে।’ তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের কাজ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা।’

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত