বিজয়কে নস্যাৎ করতে স্বাধীনতার শত্রুরা এখনও চক্রান্ত করছে : কাদের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২২, ০৯:৪২ |  আপডেট  : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৬:১২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা এখনও বিজয়কে সুসংহত করতে পারিনি। স্বাধীনতার শত্রুরা মহান বিজয়কে নস্যাৎ করার জন্য এখনও চক্রান্ত করছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

এ সময় ওবায়দুল কাদের বলেন, জঙ্গিবাদ, সাম্প্রদায়িক শক্তি এবং তাদের পৃষ্ঠপোষক বিএনপি ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে। বিজয়কে নস্যাৎ করতে তারা তৎপরতা চালাচ্ছে। 

তিনি আরও বলেন, এই অশুভ শক্তি এবং তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সেই পরাজিত শক্তিকে আমরা আবারও প্রতিহত করবো, সম্পূর্ণভাবে পরাজিত করবো সেটাই হোক আজকের অঙ্গীকার।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত