বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি শাহিদা, ইভা সম্পাদক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২২, ২০:১৫ | আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৬:০৫
অধ্যাপিকা শাহিদা আক্তারকে সভাপতি ও নার্গিস আক্তার ইভাকে সাধারণ সম্পাদক করে বাগেরহাট জেলা মহিলা দলের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এই জেলা কমিটির অনুমোদন প্রদান করেন।
১৫১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ এই জেলা কমিটিতে ৮জন সহ-সভাপতি, ৭ জন যুগ্ন সম্পাদক, চারজন সাংগঠনিক সম্পাদক, ২ জন দপ্তর সম্পাদক, ২ জন প্রচার সম্পাদক একজন করে কোষাধক্ষ, শিক্ষা, আইন, সমাজ কল্যান, ক্রীড়া ও সাংস্কৃতিক, বন ও পরিবেশ,পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য, নারী অধিকার, তথ্য ও গবেষনা, ত্রাণ এবং ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক রয়েছে। এছাড়া এই কমিটিতে ১১৫ জন কার্যনির্বাহী সদস্য রয়েছেন।
নব গঠিত এই কমিটি আগামী দিনে সরকার পতনের আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখবে বলে জানিয়েছেন নেতাকর্মীরা। নতুন এই কমিটিকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছেন বাগেরহাটের বিভিন্ন উপজেলা মহিলা দল ও বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত