বাগেরহাটে চার ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২১, ১৯:১৬ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৮:৪০
বাগেরহাটের শরণখোলা উপজেলায় লকডাউন এর নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলায় চার ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৭ এপ্রিল) সকালে রায়েন্দা বাজার ও পাঁচ রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন এই জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন বলেন, কঠোর লকডাউনের মধ্যে শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার ও পাঁচ রাস্তার মোড় বাজারে মুদি, টিন ও ইলেকট্রিক দোকান খোলা রাখায় ডালিম স্টোরকে ২ হাজার টাকা, মিন্টু স্টোরকে ৫ হাজার টাকা,আনোয়ার স্টোরকে ২ হাজার ও হেলাল স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারী নির্দেশনা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
এর আগের দিন শুক্রবার বাগেরহাটের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাস্ক না পড়া সহ প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে ২০ টি মামলায় ১৯ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত