বগুড়ায় বিশ্ব পর্যটন দিবস পালিত

  নাজমুল হুদা

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৩৫ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৩

'পর্যটন এবং সবুজ বিনিয়োগ' এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। 

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা প্রমুখ।

 

সান
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত