বগুড়ার আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আর নেই
প্রকাশ: ৮ আগস্ট ২০২৩, ১০:১৮ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ২০:২৫
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক, রেলওয়ে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ (৭৫)আর নেই (ইন্নালিল্লাহি----রাজেউন)। গত রোববার দিবাগত রাত তিনটায় অসুস্থ্যতাজনিত কারণে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলেসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। সোমবার বাদ আছর সান্তাহার পৌর শহরের সাঁতাহার ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার গ্রামের বাড়ি উপজেলার কায়েত পাড়ায় পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত