ফুটবল খেলার মাঠে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে মারামারি আহত ছয়
প্রকাশ: ৮ জুন ২০২২, ২০:০৪ | আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৫:৩৭
ফুটবল খেলার মাঠে সিনিয়র জুনিয়রদ্বন্দ্বে কথা কাটাকাটির এক পর্যায় মারামারির ঘটনায় উভয় পক্ষের আহত হয়েছে ছয় জন । রোববার (৫ জুন) বিকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ গ্রামের কাওরাইদ বালকিা উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলার সময় এঘটনা ঘটে। এসময় মোঃ শাহাদাত (১৮) ও মোঃ মুহনি (১৮) এর মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে মারামারির হয়, তারা দুজনইে কাওরাইদ কে এন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র।
এ বিষয়ে শাহাদাত এর বড় ভাই রিয়াদ হোসেন বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোক্তরা হলেন একই এলাকার সুরুজ বেপারির ছেলে মোঃ কাশেম মিয়া ( ৫০), কাশেম মিয়ার স্ত্রী রেনু আক্তার (৪০), কাশেম মিয়ার ছেলে মোঃ মুহিন ( ১৮), এবং কাশেম মিয়ার দুই কন্যা সোনিয়া আক্তার (২৪)।
অভিযোগ সুত্রে ও সরেজমিনে গিয়ে জানা যায় কাওরাইদ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সেতু ফকিরের মাধ্যমে ৬ মে বিকালে স্থানীয়রা কাওরাইদ বাজারে বসে উভয় পক্ষকে আপোষ মিমাংসা করে দেয় সেতু ফকির বলেন মিমাংসা করে দেওয়ার তারা যে যার বাড়িতে চলে যায়,পরে লোক মাধ্যমে শুনেছি রাস্তায় আবার মারামারি করেছে দুই পক্ষ পরে থানায় তারা দুই পক্ষই অভিযোগ দিয়েছে।
শাহাদাত এর বড় ভাই রিয়াদ বলেন আপোষ করে আসার সময় রাস্তায় আটকিয়ে আমার মা,বাবা ও ছোট ভাইকে মারধর করে। এসময় তাদের সাথে থাকা বিদেশ থেকে পাঠানো ৫০ হাজার টাকা একটি স্বর্ণের চেইন যাহার মূল্য ৩৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলেও অভিযোগ করেন রিয়াদ। পরে তাদেরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিৎকিসা দেওয়া হয়েছে।।
এ ঘটনার অভিযোক্ত মুহিন বলেন শাহাদাত এর সাথে খেলার সময় সিনিয়র জুনিয়র নিয়ে কথা কাটাকাটি হয় পরে তাদের মধ্যে মারামারি লেগে যায়। পরে সেতু ফকির মিমাংসা করে দেওয়ার পর শাহাদাত তার বাবা এবং তার মা আমাদের বাড়িতে এসে আমার মা বোনদেরকে মারধোর করে । এবিষয়ে আমরাও শ্রীপুর থানায় অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ মনিরুজ্জামান বলনে, দুই পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত