ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস থেকে ছিটকে পড়ে হেল্পার নিহত

  নজরুল ইসলাম - শ্রীনগর ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি :

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ২১:৪১ |  আপডেট  : ২২ জানুয়ারি ২০২৫, ১০:১৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে মুন্সিগঞ্জের পদ্মা সেতু উত্তর থানা এলাকায় গাংচিল বাস থেকে ছিটকে পড়ে পিছনের চাকায় পিষ্ঠ হয়ে বাসের হেল্পার তাহসিন মাহমুদ রিফাত নিহত হয়েছে।

হাঁসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন তারা। 

ওসি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস গাংচিল পরিবহনের ঢাকা মেট্টো ব ১৪-২৪৬৫ নাম্বার বাসটি পদ্মা সেতু উত্তর থানা সংলগ্ন এলাকায় সার্ভিস লেনে আসলে বাসের দরজার সামনে অসতর্কতা অবস্থায় দাঁড়িয়ে থাকা বাসটির হেল্পার তাহসিন বাস থেকে ছিটকে পড়ে দূর্ঘটনাটি ঘটে। তাহসিন মাহমুদ রিফাত ঢাকা জেলার দোহার উপজেলার বতুয়া গ্রামের ফিরোজ আলমের পুত্র বলে জানান ওসি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত