ফিলিস্তিনে মুসলিম উপর হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে সংহতি সমাবেশ
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩, ১৮:৩২ | আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০৯:২০
মুন্সীগঞ্জ সদর ও টঙ্গীবাড়ি উপজেলার বিভিন্ন স্থানে দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতা কামী বিপ্লবী জনতার পক্ষে একাত্বতা ঘোষনা করে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। ২০ অক্টোবর বাদ জুম্মা সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতার ব্যনারে হাজারো মানুষ যোগদেন সংহতি সমাবেশে।
দুপুর ২ টায় মুন্সিগঞ্জ সদর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন । মিছিলে মুসুল্লিরা ইসরাইলে দ্রব্য বর্জন, ফিলিস্তিনি দের উপর হামলার বিচার চেয়ে নানান স্লোগান প্রদান করেন । পরে বিক্ষোভ মিছিলটি শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পুনরায় শেষ হয় ।
অপরদিকে টঙ্গীবাড়ী উপজেলাধীন পাঁচ ইউনিয়নের মুসল্লিগণ জুম্মার নামাজের শেষে নিজ নিজ এলাকা থেকে মিছিল সহকারে দিঘির পারে একত্রিত হয় । এবং একটি সমাবেশ অনুষ্ঠিত হয় । উক্ত সমাবেশে আগত মুসল্লিরা বক্তব্য দেন । বক্তব্যে তারা নিজ নিজ বক্তব্যে ফিলিস্তিনিদের উপর ইসরাইলদের হামলার প্রতিবাদ জানান ।ফিলিস্তিনে হামলা বন্ধের জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করে হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন। এবং ইসরাইলী পন্য বর্জন করার ঘোষণা দেন ।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত