নৌপ্রধান এম নাজমুল হাসানের অ্যাডমিরাল পদে পদোন্নতি
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪৪ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ২০:০০
নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসানকে অ্যাডমিরাল পদে পদোন্নতি দেওয়া হয়েছে।এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (৩ সেপ্টেম্বর) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নৌবাহিনীর প্রধানকে নতুন পদমর্যাদায় ভূষিত করা হয়।
ভারপ্রাপ্ত সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান তাকে নতুন র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
এ সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গোলাম মো. হাশিবুল আলম উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত