নারায়ণগঞ্জে টিয়ারশেলের ধোঁয়ায় আহত ১০ স্কুল শিক্ষার্থী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২২, ১৪:১১ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১০:০০

নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশের সংঘর্ষে পুলিশের ছোড়া টিয়ারশেলের ধোঁয়ায় আহত হয়েছেন নগরীর মর্গান গার্লস স্কুল অ্যান্ড কলেজের ১০-১২ জন শিক্ষার্থী। এদের মধ্যে গুরুতর আহত ৪-৫ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্কুলের পাশেই সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় আমরা শিক্ষার্থীদের ক্লাসরুমে ঢুকিয়ে ফেলি। কিন্তু শ্রেণিকক্ষের বাইরে ছিল এমন ১০-২০ শিক্ষার্থী আহত হয়েছে। টিয়ারশেলের ধোঁয়ায় তাদের প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হলে ৪-৫ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত